দেশজুড়ে

ট্রাফিক পুলিশের বুদ্ধিমত্তায় ধরা পড়ল ৫ মাদক ব্যবসায়ী

শরীয়তপুরে ট্রাফিক পুলিশের বুদ্ধিমত্তায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

Advertisement

আটকরা হলেন, মো. বাবুল হোসেন (২২), মো. সোহাগ উদ্দিন (২৪), মো. খলিল হোসেন (২৩), শরীফ মিয়া (২২) ও মো. জসিম উদ্দিন (২৮)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১০ ডিসেম্বর বেলা ১১টার দিকে একটি পিকআপ শরীয়তপুর পৌরসভার মনোহর মোড় দিয়ে যাচ্ছিল। তখন ওই সড়কে থাকা শরীয়তপুর ট্রাফিকের ইনস্পেক্টর মো. বজলুর রহমান পিকআপটিকে থামতে বলে। পিকআপটি না থামিয়ে চালক দ্রুত গতিতে চলে যায়।

এসময় ট্রাফিক পুলিশ পিকআপটির পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর পিকআপ এ থাকা চালক পিকআপ রেখে পালিয়ে যায়। পরে ট্রাফিক পুলিশ পিকআপটি জব্দ করে ও পিকআপে থাকা সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে।

Advertisement

এদিকে গতকাল মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ীরা পিকআপটি ছাড়িয়ে নেওয়ার জন্য মো. বজলুর রহমানের সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তি করে। চুক্তি মোতাবেক মাদক ব্যবসায়ীরা পিকআপ ছাড়িয়ে নিতে শরীয়তপুর আসলে মো. বজলুর রহমান কৌশলে ৫০ হাজার টাকাসহ তাদের আটক করে। আটকদের জিজ্ঞাসাবাদ করলে তাদের তথ্য অনুযায়ী পিকআপের টায়ারে আরো ৬ কেজি গাঁজা পায় পুলিশ। মোট সাড়ে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়।

ছগির হোসেন/এফএ/আরআইপি