আন্তর্জাতিক

২৫ বছর পর আলাবামায় ডেমোক্রেট প্রার্থীর জয়

দীর্ঘ ২৫ বছরে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে কোনো ডেমোক্রেট প্রার্থী সিনেট সদস্য হিসেবে জয় লাভ করেছেন। রিপাবলিকান দলের প্রার্থী রয় মুরেকে হারিয়ে সিনেটর হিসেবে জয়লাভ করেছেন ডেমোক্রেট প্রার্থী ডগ জন্স। খবর বিবিসি।

Advertisement

তার এই অপ্রত্যাশিত জয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ বিপাকেই ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সিনেটে ৫১-৪৯ সংখ্যাগরিষ্ঠতার ব্যবধানে জয়ী হলেন ডগ জন্স। তার এই জয় সামনের কংগ্রেশনাল নির্বাচনেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে মুর তার পরাজয়ের বিষয়টি স্বীকার করতে চাইছেন না। যদিও ভোট গণনার পরেই ডগ জন্সের জয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নির্বাচনে জয়লাভের পর সিনেটর জোন্স গণমাধ্যমকে বলেন, ডেমোক্রেটরা এ জয় দিয়ে আলবামায় ঘুরে দাঁড়াতে চায়।

Advertisement

নির্বাচনের প্রচারণাকালে মুরের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হেনস্তার অভিযোগ তোলেন। কিশোরী বয়সেই তারা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তোলা হয়। এসব অভিযোগের পর মুরের পক্ষ বিপক্ষ নিয়ে রিপাবলিকান শিবির বিভক্ত হয়ে যায়। তার বিরুদ্ধে দু দু’বার মার্কিন আইন ভাঙার অভিযোগও রয়েছে।

এসব অভিযোগের কারণে দ্বিধা-দ্বন্দ্বে ভোগা ভোটাররা ডগ জন্সের দিকে ঝুঁকেছেন। সে কারণেই জন্সের জয়ের পথটা বেশি সহজ হয়েছে।

টিটিএন/আরআইপি

Advertisement