ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কয়েক শ’ মোবাইল টেলিফোনের টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লী । সীমান্ত ঘেঁষে মোবাইল টাওয়ার থাকলে চোরাকারবারি বা অন্য অপরাধীদের সুবিধা হবে, এমন আশঙ্কায় এতদিনে সীমান্তে টাওয়ার বসানোর ওপর নানা বিধিনিষেধ ছিল। খবর বিবিসি। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে টাওয়ার বসানোর বিধিনিষেধ শিথিল করার পর দেশটির সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল সীমান্তে টাওয়ার বসানোর কাজ শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভুটান ও মিয়ানমার সীমান্তেও টাওয়ার বসানোর কাজ শুরু হবে।ভারতের কর্মকর্তাদের দাবি, এতে দেশের সীমান্তরক্ষী এবং ওই এলাকার বাসিন্দাদের সুবিধা হবে আর বাংলাদেশের মোবাইল পরিসেবার সঙ্গেও এতে কোনো সংঘাত হওয়ার কারণ নেই।সীমান্তে মোতায়েন জওয়ান ও ওই এলাকার অধিবাসীদের টেলিসংযোগের সুবিধা দিতেই ভারত সরকারের এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বিএসএনএলের আসাম সার্কেলের জেনারেল ম্যানেজার রাজীব যাদব।এসআইএস/পিআর
Advertisement