ফিচার

‘পাগলা ঘণ্টা’র জন্য সম্মাননা পেলেন আব্দুল আলী

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী ১৯৭১ সালে ছিলেন পুলিশের কনস্টেবল। ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থান করছিলেন তিনি। পাকিস্তানি বাহিনীর আক্রমণ আঁচ করতে পেরে যোগাযোগ করার চেষ্টা করেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে। তাঁদের না পেয়ে তিনিই বাজিয়েছিলেন ‘পাগলা ঘণ্টা’। ঘণ্টার শব্দ শুনেই সালামি গার্ডে জড়ো হয়েছিলেন পুলিশ সদস্যরা। তারপর অস্ত্রাগারের তালা ভেঙে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তাঁরা। এটিই ছিল মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধের ঘটনা।

Advertisement

পাগলা ঘণ্টা বাজিয়ে প্রথম প্রতিরোধের জন্য আব্দুল আলীকে গুণীজন সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভালোবাসি জামালপুর। ১২ ডিসেম্বর সন্ধ্যায় জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই সঙ্গে মুক্তিযুদ্ধ গবেষণা ও ‘জামালপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইয়ের রচিয়তা রজব বকশীকেও এ সম্মাননা দেওয়া হয়। এছাড়া শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক অনলাইন কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

রজব বকশী ছোটবেলা থেকেই লেখালেখি করেন। আশির দশক থেকে তার ছড়া, কবিতা, ছোটগল্প ও প্রবন্ধ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হতে থাকে। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় হাত দেন তারুণ বয়সেই। ২০০৯ সালে প্রকাশ হয় ‘জামালপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’ বইটি। এছাড়াও তার উল্লেখ্যযোগ্য বই হচ্ছে- ধূসর অ্যালবাম, উদ্ধত আঁধার, ডুমুর ফুলের মউ।

Advertisement

মো. সজিব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলী ইমাম দুলাল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান প্রমুখ।

অনুষ্ঠানে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন বলেন, ‘মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণদের আগ্রহী করা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করার জন্য ভালোবাসি জামালপুরের তরুণ সংগঠকদের ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের কর্মসূচির ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানাই।’

এসইউ/আইআই

Advertisement