ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিলেটে জাতীয় পার্টির (জাপা) দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে কেন্দ্রীয় জাপার সহসাংগঠনিক সম্পাদক ও সাংসদ ইয়াহইয়া চৌধুরী গ্রুপের সঙ্গে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সার্কিট হাউসে ব্যাপক ভাঙচুর করা হয়। পুলিশ ২২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এ ঘটনায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সিলেট সার্কিট হাউস থেকে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিবর আহমদসহ দুই পক্ষের প্রায় ১৫ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। গুরুতর আহতরা হলেন, সাংসদ ইয়াহইয়া চৌধুরী গ্রুপের নেতা বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, ওসমানী যুব সংহতির আহ্বায়ক জাবেদ আহমদ চৌধুরী, যুব সংহতির নেতা দিনার হোসেন ও আবদুল হালিমসহ ১০ জন। এছাড়া আবদুল্লাহ সিদ্দিকী গ্রুপের নেতা জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক বাছির আহমদ আহত হয়েছেন।এরপর রাত ৮টায় সিলেট নগরের সুরমা মার্কেট এলাকায় কেন্দ্রীয় জাপার সহ সাংগঠনিক সম্পাদক সাংসদ ইয়াহইয়া চৌধুরীর গাড়িতে হামলা করেন প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা। এসময় সাংসদ ইয়াহইয়াকে টানা হেছড়ে তার পাঞ্জাবি ছিড়ে ফেলা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে নগরের বন্দরবাজারে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল লি. এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ঘটনার পরপরই সার্কিট হাউজে এসে জাতীয় পার্টির দুই পক্ষ সংর্ঘষে জড়ান। এসময় সার্কিট হাউসে ব্যাপক ভাঙচুর করা হয়। ওই সময় সার্কিট হাউসেই ছিলেন জাপার মহাসচিব জিয়া উদ্দিন বাবলু। সিলেট কোতয়ালী থানার সেকেন্ড অফিসার ফয়েজ উদ্দিন ফয়েজ জাগো নিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে সার্কিট হাউসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে সাব্বির আহমদসহ বেশ কয়েকজনকে আটক করার কথা স্বীকার করেন তিনি।সিলেট কোতয়ালী থানা পুলিশের সহকারি কমিশনার (এসি) সাজ্জাদুল আলম জাগো নিউজকে বলেন, জাপার দুপক্ষের সংঘর্ষ চলাকালে সার্কিট হাউসে ভাঙচুর করা হয়। এছাড়া সার্কিট হাউসের দুটি গেইট ভেঙে ফেলেছেন তারা। পুলিশ সংঘর্ষ থামাতে ২২ রাউন্ড রাবার বুলেট ও কাদানে গ্যাস ছুড়েছে।জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান জাগো নিউজকে বলেন, বুধবার সিলেট জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিল শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপির সঙ্গে দেখা করতে জাপা নেতৃবৃন্দ সার্কিট হাউসে গেলে সেখানে এমপি এহিয়ার লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।তবে এমপি এহিয়া এই ঘটনার সঙ্গে নিজের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই জানিয়ে বলেন, আমি ওসমানীনগর জাপার একটি ইফতারে ছিলাম। এ ব্যাপারে আমি কিছুই জানি না। ছামির মাহমুদ/এমজেড/পিআর
Advertisement