আন্তর্জাতিক

বিরল পাঁচটি নক্ষত্র আবিষ্কার

জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে অস্বাভাবিক অবস্থানে থাকা পাঁচটি নক্ষত্র শনাক্ত করেছেন। এর মধ্যে দুটি জোড়ায় চারটি নক্ষত্র রয়েছে। একেকটি জোড়ার নক্ষত্রগুলো পরস্পরের খুব কম দূরত্বে বা সংযুক্ত অবস্থায় রয়েছে। মহাবিশ্বে এ ধরনের দৃষ্টান্ত খুবই বিরল।বিজ্ঞানীরা বলেছেন, দুটি জোড়ার একটিতে নক্ষত্রগুলো খুব কম দূরত্বে রয়েছে। মাত্র প্রায় ৩০ লাখ কিলোমিটার দূরত্বে রয়েছে। আর অপর জোড়াটিতে দু’টি নক্ষত্র প্রায় সংযুক্ত অবস্থাতেই রয়েছে। একটি জোড়ার কাছেই নিঃসঙ্গ অবস্থায় রয়েছে অপর নক্ষত্রটি।যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির জ্যোতির্বিদ মার্কাস লোর বলেন, `নক্ষত্রগুলোর এ ধরনের অবস্থান সত্যিই অদ্ভুত। জোড়া নক্ষত্রগুলোর কোনো গ্রহ কেন নেই, তাও স্পষ্ট নয়। সব নক্ষত্র একই কক্ষপথে ঘোরে। হয়তো এগুলো একই তারকা উৎসের ধূলি ও গ্যাসের সমন্বয়ে গঠিত। -বিবিসিআরএস/পিআর

Advertisement