জাতীয়

আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে বিজিএমইএ`র সভাপতির শোক

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ`র সভাপতি আতিকুল ইসলাম।আতিকুল ইসলাম বলেন, আমজাদ খান চৌধুরীর মৃত্যুর মধ্য দিয়ে দেশ হারালো একজন সফল উদ্যোক্তাকে। দেশের অন্যতম এই সফল উদ্যোক্তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিজিএমইএ`র পক্ষ থেকে আতিকুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।    উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায়  বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৬ বছর।শারীরিক অসুস্থতার জন্যে একমাস যাবৎ তিনি যুক্তরাষ্ট্রের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমজাদ খান চৌধুরী স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এসআই/এসআরজে

Advertisement