জাতীয়

স্বাস্থ্যখাতে অর্ধশত চিকিৎসকের নিয়োগ, বদলি ও পদায়ন

স্বাস্থ্যখাতে আবারো প্রায় অর্ধশতাধিক চিকিৎসক পদে নিয়োগ, বদলি ও পদায়ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক চারটি আদেশে পরিচালক পদে একজন, অধ্যাপক পাঁচজন, সহযোগী অধ্যাপক দুইজন, সহকারী অধ্যাপক দুইজন, জুনিয়র কনসালটেন্ট একজন, সিভিল সার্জন পাঁচজন ও ৩০ সহকারী পরিচালকসহ মোট ৪৫ জন চিকিৎসককে এ নিয়োগ, বদলি ও পদায়ন দেয়া হয়।পদায়ন, বদলি ও নিয়োগপ্রাপ্তদের মধ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের জেরিয়াট্রিক অর্গানিক সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. আবদুল হামিদকে একই হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ও একই বিভাগে অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ দেয়া হয়েছে।ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়া খানকে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক পদে নিয়োগ দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ওএসডি ও ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে সংযুক্ত অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মো. মাজহারুল হককে ঢামেকের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্বে) পদে নিয়োগ দেয়া হয়েছে।স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সংযুক্ত বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মনিন্দ্র নাথ রায়কে একই কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) নিয়োগ দেয়া হয়েছে।স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সংযুক্ত মেডিসিন বিভাগের  অধ্যাপক ডা. শ্যামল সরকারকে একই মেডিকেল কলেজে মেডিসিন বিভাগের অধ্যাপক পদে নিয়োগ দেয়া হয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার (অধ্যাপক চলতি দায়িত্ব) মা ও শিশু ডা. সৈয়দা সুরাইয়া আকবরকে মা ও শিশু বিষয়ের অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়।স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত ইএনটির সহযোগী অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহিনকে একই কলেজের ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ দেয়া হয়েছে।স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ও ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমানকে একই মেডিকেল কলেজে বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেয়া হয়।ময়মনসিংহ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নিরুপমা সাহাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক (চলতি দায়িত্বে) পদে নিয়োগ দেয়া হয়।ফরিদপুর মেডিকেল কলেজের (চর্ম ও যৌন বিভাগ) সহকারী অধ্যাপক (অধ্যাপক পদের বিপরীতে) একই মেডিকেল কলেজের একই বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেয়া হয়। কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. সোমায়রা নাসরিনকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি (শিশু) বিভাগে সংযুক্তি দেয়া  হয়েছে।সিভিল সার্জন :সুনামগঞ্জ দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. আশুতোষ দাসকে নারায়ণগঞ্জের  সিভিল সার্জন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মো. মজিবুল হককে চট্টগ্রামের সিভিল সার্জন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইউএইচএফপিও ডা. দেবপদ রায়কে সিরাজগঞ্জের সিভিল সার্জন, পিরোজপুর নেছারাবাদের ইউএইচএফপিও ডা. অরুন চন্দ্র মন্ডলকে বাগেরহাটের সিভিল সার্জন ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. হাবিবুর রহমানকে সিলেট জেলার সিভিল সার্জন পদে নিয়োগ দেয়া হয়। সহকারী পরিচালক :ভোলা মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. গওস  নেওয়াজকে বরিশাল শেরেবাংলা (মেডিকেল কলেজের সহকারী পরিচালক (প্রশাসন), ফেনী দাগনভুঁইয়ার ইউএইচএফপিও ডা. বিধুভূষণ ভৌমিককে স্বাস্থ্য অধিদফতরের (হাসপাতাল-১) শাখার সহকারী পরিচালক, দিনাজপুর বিরামপুরের ইউএইচএফপিও ডা. পরিতোষ চন্দ্র দাস গুপ্তকে স্বাস্থ্য অধিদফতরের (এমআইএস) সহকারী পরিচালক, আইইডিসিআর-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. খালেদা ইসলামকে স্বাস্থ্য অধিদফতরের (এমএন্ডপিডিসি) শাখার সহকারী পরিচালক, স্বাস্থ্য অধিদফতরে ওএসডি ডা. শের মোস্তফা সাদিক খানকে অধিদফতরের সহকারী পরিচালক (পরিকল্পনা), কুমিল্লা বরুড়ার ইউএইচএফপিও ডা. মো. আবুল হাসনাত ভুঁইয়াকে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (আইন), যশোরের মনিরামপুরের ইউএইচএফপিও ডা. মো. আবুল কালাম আজাদকে সিএমএসডির সহকারী পরিচালক (প্রশাসন), ম্যাটস কুষ্টিয়ার জুনিয়র লেকচারার ডা. মো. আনোয়ারুল ইসলামকে মহাখালী আইপিএইচ বিভাগীয় প্রধান (ল্যাব) করা হয়েছে। নওগা আত্রাইয়ের ইউএইচএফপিও ডা. মো. আতিয়ার রহমানকে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (প্রাইমারি হেলথ কেয়ার), ফরিদপুর ম্যাটসের জুনিয়র লেকচারার ডা. মো. এমদাদুল হককে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (চিকিৎসা শিক্ষা), ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন ডা. মোশাররফ হোসেন দেওয়ানকে বিভাগীয় পরিচালক, ঢাকা বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন), ফেনী সদরের ইউএইচএফপিও ডা. মো. আনোয়ার হোসেনকে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সহকারী পরিচালক, টাঙ্গাইল সদরের ইউএইচএফপিও ডা. মো. রফিকুল ইসলাম মিয়াকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সহকারী পরিচালক, মৌলভীবাজার শ্রীমঙ্গলের ইউএইচএফপিও ডা. মো. নজিবুস শহীদকে হবিগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক, রংপুরের কাউনিয়ার ইউএইচএফপিও ডা. শাহিন আরা হককে সহকারী পরিচালক, পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে। শেরপুর সদরের ইউএইচএফপিও ডা. নিলুফা আক্তারকে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-২), গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ইউএইচএফপিও ডা. পবিত্র কুমার কুন্ডুকে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি), সিলেট সরকারি তিব্বিয়া কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলামকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সহকারী পরিচালক,   মৌলভীবাজারের কুলাউড়ার ইউএইচএফপিও ডা. মো. শাহজাহান কবীর চৌধুরীকে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) সংযুক্তি আইএইচটি সিলেট, নোয়াখালীর সুবর্ণচরের ইউএইচএফপিও ডা. এস এম আবু মুসাকে খুলনা বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক, তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. ফওজিয়া রহমানকে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (পার-৪), রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আবদুল মজিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন), বগুড়া সদরের ইউএইচএফপিও ডা. এ কে এম কামরুল আহসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক করা হয়েছে।ফেনীর সোনাগাজির ইউএইচএফপিও ডা. মো. ছারওয়ার জাহানকে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক, কুমিল্লার দেবীদ্বারের ইউএইচএফপিও ডা. মো. বেলায়েত  হোসেনকে চানখাঁরপুলের যক্ষা নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক, সিলেট সদরের ইউএইচএফপিও  ডা. শেখ এমদাদুল হককে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. আবুল ফজলকে সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), বিভাগীয় পরিচালকের কার্যালয়, খুলনা বিভাগ, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) বিভাগীয় পরিচালকের কার্যালয় সিলেট বিভাগ ডা. মো. আবদুল হান্নানকে সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) বিভাগীয় পরিচালকের কার্যালয় রাজশাহীতে ও সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কমল রতন সাহাকে সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) বিভাগীয় পরিচালকের কার্যালয় (স্বাস্থ্য) সিলেট বিভাগে বদলি করা হয়। এই ৩০ চিকিৎসকের সকলেই সহকারী পরিচালক/তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) পালন করবেন।এমইউ/বিএ/আরআইপি

Advertisement