জাতীয়

আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে স্পিকারের শোক প্রকাশ

দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন-সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারম্যান ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বুধবার আমজাদ খান চৌধুরীর মৃত্যুর সংবাদ শোনার পর তিনি এ শোক জানান।যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমজাদ খান চৌধুরী। তিনি দীর্ঘ দিন যাবৎ ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।শারীরিক অসুস্থতার কারণে একমাস যাবৎ যুক্তরাষ্ট্রের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আমজাদ খান চৌধুরী স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।দেশের অন্যতম এই ব্যবসায়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেনা জিয়া, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।এদিকে, অভিভাবকের মৃত্যুতে শোকাহত প্রাণ-আরএফএল গ্রুপের সর্বস্তরের কর্মীরা। শোকাহত জাগোনিউজ২৪.কম পরিবার।এইচএস/আরএস/আরআইপি

Advertisement