আসছে ঈদে মুক্তির পথে আরো একধাপ এগিয়ে গেল ‘বজরঙ্গি ভাইজান’। সেন্সর ছাড়পত্র পেয়েছে সালমান খানের সর্বশেষ চলচ্চিত্রটি।জানা গেছে, সেন্সরে বেশ কিছু দৃশ্য বাদ পড়েছে ছবিটির। তবে সুখের খবর, সেন্সর থেকে ছাড়পত্র মিলেছে ভাইজানের।জানা গেছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর ইঙ্গিতে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন পাঁচটি দৃশ্য কর্তন করে সিনেমাটির ছাড়পত্র দেয়। সিনেমাটির কাহিনি খুব স্পর্শকাতর হওয়ায় সকল প্রকার বিতর্ক এড়াতে সিনেমার দৃশ্যগুলো বাদ দেওয়া হয়েছে।১৯৫২ সালের একটি আইন অনুযায়ী সিনেমার পর্যবেক্ষণের পর কোনো সংঘাত হবে না সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের কাছে তার নিশ্চয়তা চেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের এই পর্যবেক্ষক কমিটিতে ২ জন মুসলিম সদস্যসহ মোট পাঁচ জন ব্যক্তি ছিলেন। পর্যবেক্ষণে যেন কোনো সমস্যা না হয় এ জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।কবির খানের পরিচালনায় ছবিতে সালমানের পাশাপাশি কারিনা কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকীসহ আরো অনেকে। এটি প্রযোজনা করেছেন সালমান খান এবং রকলিন ভেঙ্কটেশ।এলএ/আরআইপি
Advertisement