কক্সবাজারের টেকনাফ হ্নীলার মোচনী নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ মানবপাচাকারী আব্দুর রাজ্জাক লাদেনকে ক্যাম্প ইনচার্জের নেতৃত্বে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে তিনি গ্রেফতার হন। লাদেন ক্যাম্পের এইচ ব্লকের ৫নং রুমের ৬৭৩নং শেডের বাসিন্দা মৃত ইন্নামিনের ছেলে।সুত্র জানায়, বুধবার বেলা আড়াইটার দিকে রেশন নিতে আসেন লাদেন। এসময় ক্যাম্পের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা তাকে গ্রেফতার করতে সক্ষম হন।লাদেন গ্রেফতার হওয়ার খবরে মালয়েশিয়ার পথে গিয়ে নিখোঁজদের আত্মীয় স্বজনরা মিষ্টি বিতরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সুত্র জানায়, বন্দুকযুদ্ধে নিহত আমান উল্লাহ আনু, আব্দুর রাজ্জাক লাদেন, মাহমুদুল হাসান, জাফর, মিনারা বেগম, হাবিব উল্লাহ, হারুন, ছাবু, আব্দুল হাফেজ, রশিদুল্লাহ, নূরুল বশর, শাহ আলম, দাড়ি মাআচ্ছালাম, কালা শুক্কুর, ও নাজিম উদ্দিনের নেতৃত্বে বিশাল একটি সিন্ডিকেট টেকনাফ সীমান্ত দিয়ে সমুদ্র পথে মানবপাচার করে আসছিলেন। ক্যাম্প নিয়ন্ত্রণে নিয়োজিত কতিপয় কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় সিন্ডিকেটটি অর্ধযুগ ধরে নীরবে মানবপাচার করে আসলেও এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।এদিকে গত ৮ জুন ভোরে বন্দুকযুদ্ধে চক্রটির প্রধান আমান উল্লাহ আনু নিহত হওয়ার পর থেকে অপর সদস্যরা গা ঢাকা দেন। মানবপাচারের মূল হোতারা দীর্ঘদিন পালিয়ে বেড়ালেও চলতি সপ্তাহে আবারো ক্যাম্পে জড়ো হতে থাকেন।নয়াপাড়া ক্যাম্প ইনচার্জ মো. জালাল উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, মানবপাচারের অভিযাগে আব্দুর রাজ্জাক লাদেনকে গ্রেফতার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। অন্য দালালদেরও গ্রেফতারে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জাগো নিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।সায়ীদ আলমগীর/এমজেড/আরআই
Advertisement