প্রবাস

জার্মানিতে রোহিঙ্গা বিষয়ক সেমিনার

জার্মানির ফ্রাঙ্কফুটে ‘রোহিঙ্গা সংকট, মানবিক বিপর্যয়ঃ আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভয়েস ফর বাংলাদেশ, জার্মানি শাখা এ সেমিনারের আয়োজন করে।

Advertisement

সেমিনারে বক্তারা রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকতে জার্মানিসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ফয়সাল আহমেদ। সদস্য সচিব সাংবাদিক হাবিবুল্লাহ আল বাহারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জার্মান গ্রিন পার্টির নেতা সাহাবুদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন গ্রিন পার্টির নেতা লুথার কেমারছেল।

এ ছাড়া বক্তব্য রাখেন ড. আমানুল্লাহ, আওলাদ হোসেন, সেলিম খান, ওয়ালিউল্লাহ মিয়া, সুবেদার মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, নুরুদ্দিন মিঞ্জু প্রমুখ।

Advertisement

সেমিনারে জার্মানি প্রবাসী শিল্পী কাইফ খান রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গান পরিবেশন করেন।

গ্রিন পার্টির নেতা সাহাবুদ্দিন মিয়া বলেন, আইন করে রোহিঙ্গাদের সব মানবিক অধিকার ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কমিটি গঠন করে রাখাইনে রোহিঙ্গা গণহত্যায় জড়িতদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনতে হবে।

সেমিনারে অন্যান্য বক্তারা অং সাং সুচির সমালোচনা করে রোহিঙ্গা নির্যাতনকে ইতিহাসের ভয়াবহ এবং বর্বর গণহত্যা বলে অবিহিত করেন। তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক স্বাধীনতা এবং মানবিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এ ছাড়া তারা জাতিসংঘ, ইউরোপিয়ান পার্লামেন্ট এবং ইউরোপিয়ান কমিশনসহ সব আন্তর্জাতিক সংগঠনকে রোহিঙ্গা সংকট সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

Advertisement

এ সময় কমিউনিটি নেতা মঞ্জু সরকার, হাসান ভুইয়া, কালাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমজেড/পিআর