অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকালে নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলা চালিয়েছে গ্যাস চোরাই চক্র।বুধবার দুপুর ২টার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা ককটেলের বিস্ফারণ, ইট-পাটকেল নিক্ষেপ ও অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালায়। এতে প্রায় ৩০ জন আহত হয়। এদের মধ্যে আহত ৬ পুলিশ সদস্যকে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে পলাশ উপজেলার বাটপাড়া স্থানে ম্যাজিষ্ট্রেট, তিতাস কর্মকর্তা ও সাংবাদিকদের লাঞ্ছিত করে গ্যাস চোরাই চক্রের সদস্যরা। ওই ঘটনায় সাংবাদিক ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ তিনটি মামলা দায়ের করে। নরসিংদী তিতাস বিক্রয় কেন্দ্রের ম্যানেজার তৌহিদুল ইসলাম জানান, রাজনৈতিক ছত্র ছায়ায় নরসিংদীতে প্রায় সব কয়টি উপজেলায়ই কয়েকটি চিহ্নিত দালাল চক্র এলাকাবাসীকে ভুল বুঝিয়ে গ্যাস সংযোগ নিতে বাধ্য করছে। বিনিময়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। ফলে আমরাও বসে না থেকে ভ্রাম্যমাণ আদালত নিয়ে বহু সংযোগ বিচ্ছিন্ন করেছি। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম জানান, দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় ১৫/১৬ জন পুলিশ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করতে যায়। এসময় কতিপয় সন্ত্রাসী ও গ্রামবাসী তাদের উপর হামলা চালায়। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সঞ্জিত সাহা/এমএএস/আরআইপি
Advertisement