বুলগেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মডেল হান্ট প্রতিযোগিতা মিস অ্যান্ড মিস্টার গ্র্যান্ড সি ইউনিভার্স ২০১৫ এ বিজয়ী হয়েছেন লন্ডন প্রবাসী বাংলাদেশের স্যাম চৌধুরী। বিশ্বের ২০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হয়ে মিস্টার গ্র্যান্ড সি ইউনিভার্স ২০১৫ নির্বাচিত হয়েছেন তিনি।মিস অ্যান্ড মিস্টার গ্র্যান্ড সি ইউনিভার্স ২০১৫-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডোনা মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ মাহমুদ জানান, বাংলাদেশের ছেলে-মেয়েরা তাদের সৌন্দর্য্য ও মেধা দিয়ে বিশ্ব বিনোদন জগতে ভালো একটা অবস্থান যেন তৈরি করতে পারে সেই লক্ষ্যেই এই প্রতিযোগিতার বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলাম।ফেসবুকে স্যাম জানালেন, বাংলাদেশে স্যামের বাড়ি সিলেটের জগন্নাথপুরের পাটলি গ্রামে। তার বাবার নাম ইন্তাজুর চৌধুরী। ইংল্যান্ড তিনি একটি ব্যাংকে চাকরি করেন। পাশাপাশি একজন শৌখিন বডি বিল্ডার হিসেবেও নাম আছে তার।এলএ/আরআই
Advertisement