পাকিস্তানের কিশোরী মানবাধিকারকর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে দেখা করেছন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রেডিও পাকিস্তান সূত্র জানায়, বুধবার নরওয়ের রাজধানী ওসলোর একটি সম্মেলনে তারা এ সাক্ষাতে মিলিত হন।সূত্র জানায়, এ সময় মালালাকে নওয়াজ শরিফ বলেন, লিঙ্গ বৈষম্য কমিয়ে আনা এবং পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার আরো উন্নয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।সাক্ষাতকালে মালালার প্রশংসা করে নওয়াজ বলেন, পাকিস্তানের নারী, শিশু ও সংখ্যাঘুদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জাতীয় আয়ের চার শতাংশ শিক্ষার উন্নয়নে বরাদ্দ দেয়া হয়েছে এবং সন্ত্রাসবাদ মোকাবেলা করতেও জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।বিএ/আরআই
Advertisement