দেশজুড়ে

বিয়ের রাতেই মারা গেলেন বর!

কথা ছিল সোমবার মাওলানা জামিল হুসাইনের জীবনের সবচেয়ে আনন্দময় দিন হবে। নববধূকে লাল কাতান শাড়ি পরিয়ে নিয়ে আসবেন ঘরে।

Advertisement

কিন্তু নিয়তির কি বিধান। যেদিন বিয়ে করবেন সেদিন রাতেই মারা গেলেন তিনি। বিয়ে আর করা হলো না তার। এর আগেই পাড়ি জমিয়েছেন তিনি পরপারে। বধূ বরণের আনন্দের বদলে জামিলের বাড়িতে এখন কান্নার রোল।

গত ৭ ডিসেম্বর সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় মোটরসাইকেল-লেগুনা মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন কানাইঘাটের কারি মাওলানা জামিল হুসাইন।

সোমবার রাতে সিলেটের নগরের বেসরকারি হাসপাতাল ওয়েসিস-এ চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। মাওলানা জামিল হোসেনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের হারাতৈল উপর বড়াই গ্রামে।

Advertisement

জামিল হুসাইনের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ১১ ডিসেম্বর মাওলানা জামিলের বিয়ের দিন তারিখ ঠিক ছিল। কিন্তু বিয়ের নিজের আমন্ত্রণ জানিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গত ৭ ডিসেম্বর দুর্ঘটনার শিকার হন তিনি।

কারি মাওলানা জামিল হুসাইন ছিলেন কানাইঘাট ছাত্র জমিয়ত চতুল ইউনিয়ন শাখার সভাপতি। তরুণ এ আলেমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছামির মাহমুদ/এএম/আইআই

Advertisement