খেলাধুলা

নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে বিপদে কুমিল্লা

তামিম ইকবাল আর লিটন দাসের ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয়েছিল। কিন্তু এ দারুণ শুরুটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ধরে রাখতে পারেনি নিয়মিত বিরতিতে উইকেট হারানোয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুর রাইডার্সের ছুড়ে দেয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভারে ৪ উইকেটে ৯৯ রান তুলেছে তামিম ইকবালের দল।

Advertisement

তামিম আর লিটনের ৫৪ রানের উদ্বোধনী জুটির পর আর বড় জুটি গড়তে পারেননি কুমিল্লার ব্যাটসম্যানরা। তামিম ১৯ বলে ৩৬ করে ফেরেন। ইমরুল কায়েস শূন্যতেই ফিরে যান।

একবার জীবন পেয়ে লিটন দাস ২৮ বলে ৩৯ রান করে আউট হন। ১৪টি বল খেলে শোয়েব মালিক মাত্র ১০ রান করে আউট হলে বিপদটা আরও বাড়ে কুমিল্লার। ৯৬ রানে তারা হারায় ৪ উইকেট।

এর আগে ক্যারিবিয় ব্যাটসম্যানের জনসন চার্লসের ৬৩ বলে ১০৫ রানের হার না মানা ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯২ রান তুলে রংপুর। ব্রেন্ডন ম্যাককালামও করেন ৪৬ বলে ৭৮ রান।

Advertisement

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে ১টি করে উইকেট নেন মেহেদী হাসান, হাসান আলী আর মোহাম্মদ সাইফুদ্দীন।

এমএমআর/আইআই