ধর্ম

আলোকিত জীবন গড়ার মাস রমজান

মানুষকে আল্লাহ সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন। সমাজবদ্ধভাবে বসবাসে করাই ঈমানের দাবি। ইসলামের মায়াবী ছোঁয়ায় ঈমানের অফুরন্ত চাহিদা মেটাতেই ইসলামের আগমন এ ধরাতে। ইসলাম দিয়েছে মানুষকে মানবতার শ্রেষ্ঠ শিক্ষা। তৈরি করেছে শ্রেষ্ঠ জাতি হিসেবে। তাইতো আল্লাহ মানুষের জন্য দান করেছেন মাহে রমজানুল মুবারক।রমজানুল মুবারকে মানুষ যথাসাধ্য চেষ্টা করে সর্বোত্তম আমলে সালেহ করার জন্য। চেষ্টা সাধনায় লিপ্ত হয় আখেরাতের সম্বল অর্জনের জন্য। তাই রমজানের রোজা পালনের পাশাপাশি রমজানের সঙ্গে সম্পর্কিত আমলগুলো যথাযথভাবে পালন করা উচিৎ।আসুন জেনে নিই রমজানের চলমান আমলগুলো-১. রমজানের রোজা পালন করা২. ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা৩. কোরআনুল কারিম সহিহভাবে শিক্ষা করা৪. পাড়া-মহল্লায় কোরআনের তা’লিম দেয়া ৫. ভালো কাজ বেশি বেশি করা৬. দোয়া ক্ববুলের সময় দোয়া করা ৭. ইফতারের সময় দেরি না করে ইফতার করা ৯. অপরকে ইফতার করানো৯. জামায়াতের সহিত নামাজ আদায় করা ১০. তারাবিহ নামাজ আদায় করা ১১. রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়া ১২. সেহরির সময় শেষ হওয়ার পূর্বে সেহরি করা১৩. রোজার নিয়ত করা ১৪. দানের হাতকে প্রসারিত করা১৫. সাদাকাহ, জাকাত, ফিতরা আদায় করা১৬. উন্নত চরিত্রের অনুশীলন করা১৭. সম্পদশালী হলে ওমরা পালন করা১৮. আল্লাহর দরবারে কায়োমনো বাক্যে রোনাজারি করা১৯. ঈদের জামাতের পূর্বেই অধিকহারে ফিতরা আদায় করা২০. কোরআনুল কারিম হিফ্জ করা২১. কোরআন বুঝে বুঝে পড়ার অভ্যাস গড়ে তোলা২২. সদা সর্বদা অজুর সহিত থাকা২৩. বেশি বেশি কোরআন তেলাওয়াত করা২৪. কোরআন-হাদিস অনুযায়ী আমল করা২৫. মিসওয়াক করা২৬. ই’তিকাফে মাসনুনাহর নিয়তে ই’তিকাফ করা অর্থাৎ পূর্ণ দশদিন ই’তিকাফ করা২৭. আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা২৮. উঁচু-নিচু, ধনী-গরিব, শ্রমিক-দিনমজুরসহ সবার সঙ্গে ভালো আচরণ করা২৯. পরিচিত অপরিচিত সবার সঙ্গে সালামের আদান প্রদান করা৩০. ক্ষুধার্তকে তৃপ্তি সহকারে খাওয়ানো। রমজানের শিক্ষাকে নিজের মধ্যে ধারণ করে সারাটি বছর যেন আমরা ইবাদত-বন্দেগিতে সজাগ থাকি। সামাজিক জীবনের সকল পর্যায়ে আমরা রমজানের শিক্ষাকে ছড়িয়ে দিই হিদায়াতের আলোর মর্শল হিসেবে। আল্লাহ আমাদের উপরোক্ত আমলগুলো সারা বছর করার তাওফিক দান করুন। আমিন।জাগো নিউজের সঙ্গে থাকুন। রমজান সম্পর্কিত সুন্দর সুন্দর ইসলামী আলোচনা পড়ুন। কোরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে রমজানের রহমত, বরকত ও মাগফেরাত অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস/বিএ/আরআইপি

Advertisement