দেশজুড়ে

গাসিক কাউন্সিলরকে হত্যার হুমকি

গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহামেদ সরকারকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় ওই কাউন্সিলর বুধবার জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহামেদ সরকার জানান, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ওয়ার্ডের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বেশ কিছু রাস্তার উপরে ডিজিটাল ব্যানারের তোরণ নির্মাণ করা হয়েছে। বুধবার সকালে তার ব্যবহৃত মোবাইল ফোনে ০১৯১০০০০৫১৪ নম্বর থেকে নিজকে আবুল হোসেন পরিচয় দিয়ে একটি কল আসে। মোবাইল ফোনে ওই ব্যক্তি কাউন্সিলর ফয়সাল আহামেদ সরকারকে ওই সব তোরণ সরিয়ে নেয়ার নির্দেশ দেয়।তোরণগুলো খোলা না হলে ওই ব্যক্তি তার লোকজন নিয়ে কাউন্সিলরকে হত্যা করবে। এছাড়া আগুন দিয়ে তোরণগুলো পুড়িয়ে দেয়াসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।এ ঘটনায় কাউন্সিলর ফয়সাল আহামেদ সরকার বুধবার জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনার পর তিনি আতঙ্কিত অবস্থায় রয়েছেন বলে জানান।এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন জানান, কাউন্সিলর ফয়সাল আহামেদ সরকারেকে মোবাইলে হুমকির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।আমিনুল ইসলাম/এআরএ/আরআই

Advertisement