রাঙ্গামাটিতে ট্রাকচাপায় ব্র্যাক রতন চাকমা (৩৮) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত রতন চাকমা বরকলের তালছড়া গ্রামের মৃত জুনুরাম চাকমার ছেলে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই-বড়ইছড়ি-ঘাগড়া সড়কের ত্রিপুরাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রতন চাকমা ব্র্যাকের কাপ্তাইয়ে শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় তিনি মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিকে আসা দ্রুতগামী একটি মালবোঝাই ট্রাক (নম্বর-কুমিল্লা-ট-১১-০০৮৭) মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রতন চাকমার মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ট্রাকসহ ঘাতক চালককে আটক করে পুলিশ। রতন চাকমার মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই অনিল বিকাশ চাকমা বাদি হয়ে চালককে আসামি করে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা করেছেন।কাপ্তাই বারঘোনিয়া মিতিঙ্গাছড়ি এলাকায় কর্মরত ব্র্যাক শিক্ষা কর্মসূচির ব্রাঞ্চ ম্যানেজার হ্লাবোয়াং প্রু মারমা বলেন, রতন চাকমার অকাল মৃত্যুতে ব্র্যাক স্টাফরা মর্মাহত ও শোকাহত। এ সময় চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনিসুশীল প্রসাদ চাকমা/এআরএ/এমআরআই
Advertisement