বিনোদন

ঈদে হলে আসছে ইমপ্রেসের দুই চলচ্চিত্র

আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সুস্থধারার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি. এর দু’টি চলচ্চিত্র। চলচ্চিত্র দু’টি হচ্ছে- অমি ও আইসক্রীম’অলা এবং নদীজন। ‘অমি ও আইসক্রিম’অলা পরিচালনা করেছেন সুমন ধর। নদীজন পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্পে নির্মিত চলচ্চিত্র ‘অমি ও আইসক্রিম’অলা ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নয়ন, পাপিয়া আলী সরকার, মিছিল, আগুন প্রমুখ। গল্পে দেখা যাবে-নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র অমি। অতি বুদ্ধিমান, দেশপ্রেমিক এবং ভ্রমণপ্রিয় যুবক। একদিন ঘুরতে ঘুরতে সে জয়দেবপুরে এক গভীর জঙ্গলে দেখতে পায় পৌঢ়বাড়ি। এখানেই দেখা পেয়ে যায় এক অশরীরী আত্মার। সে যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচারে জনগণকে সোচ্চার হওয়ার জন্য অমির কাছে তার শেষ ইচ্ছা প্রকাশ করতে আসে। তার বিশ্বাস যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে লক্ষ নিরীহ বাঙালিকে মেরেছে অমি স্বাধীন দেশে তাদের বিচার করতে পারবে।অন্যদিকে শেখ জহিরুল হক এর কাহিনীতে নির্মিত ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তমা মির্জা, প্রাণ রায়, মামুনুর রশীদ, শর্মীমালা, সাগর, নিরব, শফিক মনা, রিফাত চৌধুরী, বিপ্লব প্রসাদ, মামুন চৌধুরী রিপন, শেখ মহিউদ্দিন প্রমুখ।গল্পে দেখা যাবে- স্বামী নিখোঁজ হবার পর ছোটভাই ছোটনকে নিয়ে ছায়া নদীর পারে নিজ ভিটাতে জীবন অতিবাহিত করতে থাকে। বাবা শাহ্ আলম মূলত বাউল হলেও এক সময় সংসারের প্রয়োজনে নৌকার ব্যবসা চালু করে। তবে তা তিনি নিজে বেশিদিন ধরে রাখেননি। সব ভার কন্যা ছায়ার উপর ছেড়ে দিয়ে মাঝে মধ্যেই দীর্ঘ সময়ের জন্য নিরুদ্দেশ হয়ে যান। গ্রামে ছায়ার আপনজন বলতে বাবার বন্ধু ডাক্তার চাচা। একদিন ঘটনাক্রমে নদীর কুলে আইনুদ্দিনকে অচেতন অবস্থায় অবিষ্কার করে ছায়া ও ছোটন। এই আইনুদ্দিনকে নিয়ে গল্প মোড় নেয় অন্যদিকে।এলএ/আরআইপি

Advertisement