দেশজুড়ে

বড়পুকুরিয়া কোল মাইনিং শ্রমিক ইউনিয়নের গেটসভা অনুষ্ঠিত

তেল-গ্যাস খনিজ সংস্থা কর্পোরেশন (পেট্রোবাংলা) শ্রমিকলীগ ফেডারেশন ঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়ন শ্রমিক কার্যালয়ের সামনে গেটসভা করেছেন। বুধবার সকাল ১০টায় এ গেটসভা অনুষ্ঠিত হয়।শ্রমিকলীগ ফেডারেশনের ঘোষিত ১. কোম্পানির জনবল কাঠামো হতে আউটসোর্সিং বাতিল করে কর্মরত সকল অস্থায়ী এবং আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ীকরণের ব্যবস্থা করা, কর্মকর্তা-কর্মচারীদের শূন্য পদে নিয়োগ প্রদান। ২. বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লি. এর কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশন সুবিধা বাস্তবায়ন করা। ৩. দেশের সকল কয়লা খনি বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লি. এর মাধ্যমে বাস্তবায়ন করা ও ৪. কোম্পানির টেকনিক্যাল কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীদের উভয়ে বৈদেশিক প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি বাস্তবায়নের লক্ষ্যে পেট্রোবাংলা অধিনস্থ ১৩টি কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়নের দাবি জানান।শ্রমিক ফেডারেশন উল্লেখিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গেটসভায় লিখিত বক্তব্য পাঠ করেন, বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও শ্রমিকলীগ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কাশেম শিকদার। এসময় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ আব্দুল নুর শাহীনসহ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।এসময় আবুল কাসেম সিকদার বলেন, ৩০ জুলাইয়ের মধ্যে শ্রমিকলীগ ফেডারেশনের ঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়নে জন্য আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচী গ্রহণের হুশিয়ারি উচ্চারণ করেন।এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

Advertisement