ধর্ম

জাকাতের কতিপয় মাসায়েল

১. ধর্মীয় প্রতিষ্ঠানে গরিব শিক্ষাফাণ্ডে জাকাতের অর্থ দেয়া যায়। এতে ছাওয়াব বেশি। কেননা এ খাতে জাকাত দিলে একদিকে যেমন জাকাত আদায় অন্য দিকে দ্বীনের উপকার হয়। উল্লেখ্য যে, ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণ খাতে বা সাধারণ খাতে জাকাতের অর্থ দেয়া জাবে না। ২. জাকাত শুধুমাত্র ঈমানদার মুসলিমকে দেয়া যাবে। কোনো অমুসলিমকে জাকাত দেয়া যাবে না।উল্লেখ্য যে, তাদেরকে অন্যভাবে দান-সহযোগিতা করা জাবে।৩.  বাড়ির কাজের ছেলে বা মেয়েকে জাকাত অর্থ দেয়া জাবে। যদি তারা জাকাত নেয়া হকদ্বার হয়। তবে পারিশ্রমিক বাবদ তাদেরকে জাকাতের অর্থ দেয়া যাবে না। ৪. নির্বাচনী কাজে, রাজনৈতিক ফায়েদা লাভে, প্রশংসা লাভের আশায়, দুনিয়াবি যে কোনো উদ্দেশে জাকাতের অর্থ দেয়া যাবে না।৫. এমন ব্যক্তিকে জাকাত দেয়া। যিনি সাধারণত জাকাতের অর্থ গ্রহণ করেন না। যদিও তিনি জাকাতের হকদার। এমন ব্যক্তি জাকাত দেয়ার সময় বলে দিতে হবে যে, এটি জাকাতের অর্থ। পক্ষান্তরে যারা জাকাত গ্রহণ করে তাদেরকে জাকাত দেয়ার সময় কোনো কিছু না বলাই উত্তম।আল্লাহ বলেন, `হে ঈমানদারগণ তোমরা খোঁটা ও কষ্ট দিয়ে সাদকা বা দান-অনুদানকে বিনষ্ট করিও না।( সুরা বাক্বারা : আয়াত ২৬৪)৬. কোনো ব্যক্তি জাকাতের অর্থ চাইলে তাকে জাকাত দেয়া উচিৎ নয়। এমন অনেক লোক আছে যারা নিজেরা জাকাত দিতে পারে অথচ অর্থের লোভে জাকাতের মাল ভক্ষণ করে। এ সমস্ত লোকে ভয়াবহ পরিস্থিতি হলে কিয়ামতের ময়দানে।রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির নিয়্যতে মানুষের কাছে কোনো কিছু চায় সে যেন জাহান্নামের আগুন চাইল। অতএব তা কম হোক আর বেশি হোক। (মুসলিম)৭. গৃহহীন অসহায় ব্যক্তির ঘর তৈরি বা মেরামতের প্রয়োজন হলে তাকে ঘর তৈরিতে সাহায্য না করে তাকে টাকা দিলেই জাকাত আদায়ের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় থাকে না।৮. গরিব অসহায় মানুষের মেয়ের বিয়েতেও জাকাতের টাকা অনুদান দেয়া যায়। সে ক্ষেত্রে বিয়ে এন্তেজাম না করে টাকা দিলেই ভালো হয়। ৯. জাকাতের টাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাকতাবে তথা লাইব্রেরিতে বই কিনে দেয়া যাবে না। তবে কোনো প্রতিষ্ঠানের গরিব ছাত্রকে বই কিনে দিয়ে মালিক বানিয়ে দিয়ে জাকাত আদায় হয়ে যাবে। ১০. উপার্জনক্ষম ব্যক্তি যদি জ্ঞানার্জনে নিয়োজিত হয় তবে তাকে জাকাতের অর্থ দেয়া যাবে; কারণ জ্ঞানার্জন এক প্রকার জিহাদ ফি সাবিলিল্লাহ এবং তার উপকার জিহাদের উকরণ সর্বোপরি কথা হল জাকাত দেয়ার সময় নিয়্যত থাকতে হবে যে, জাকাতের অর্থ বণ্টন বা দেয়া হচ্ছে। যদি নিয়্যত ছাড়া জাকাতের টাকা বণ্টন করা হয় তবে জাকাত আদায় হবে না।তথ্যসূত্র : কুরআনুল কারীম, সহিহ মুসলিম, দুররুল মুখতার, মুসান্নেফে আবদুর রাজ্জাক, ফতোয়ায়ে আলমগিরীজাগো নিউজ ২৪ ডটকমের সঙ্গে থাকুন। রমজান সম্পর্কিত সুন্দর সুন্দর ইসলামী আলোচনা পড়ুন। কুরআন-হাদীস মোতাবেক আমলী জিন্দেগী জাপন করে রমজানের রহমত, বরকত ও মাগফেরাত অর্জন করুন। আমীন, ছুম্মা আমীন এমএমএস/এমএস

Advertisement