দেখতে দেখতে চার দিন বয়স হয়ে গেছে ১৭তম এশিয়ান গেমসের। সোমবার গেমসের পদক লড়াইয়ের তৃতীয় দিন শেষে তালিকার শীর্ষস্থানটি দখল করে নিয়েছে চীন। তাদের অর্জন মোট ৫৮টি পদক। এর মধ্যে রয়েছে ২৬টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ১৮টি ব্রোঞ্জপদক। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক দক্ষিণ কোরিয়া। মোট ৪৫টি পদক জমা পড়েছে কোরিয়ানদের ভাণ্ডারে। এর মধ্যে রয়েছে ১৪টি স্বর্ণ, ১৫টি রৌপ্য এবং ১৬টি ব্রোঞ্জপদক। মোট ৪২টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জাপান। এর মধ্যে রয়েছে ১৩টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ১৬টি ব্রোঞ্জপদক।মঙ্গোলিয়া অবস্থান করছে তালিকার চতুর্থ স্থানে। মঙ্গোলীয়দের অর্জন মোট ১২টি পদক। এর মধ্যে ৩টি করে স্বর্ণ ও রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জপদক রয়েছে। পঞ্চম স্থানে থাকা উত্তর কোরিয়ার মোট ১০টি পদকের মধ্যে রয়েছে ৩টি করে স্বর্ণ ও রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জপদক।পদকজয়ী অন্য দেশগুলোর মধ্যে কাজাখস্তান ও মিয়ানমার ২টি করে স্বর্ণপদক জিতেছে। এ ছাড়া ১টি করে স্বর্ণপদক জিতেছে ভিয়েতনাম, ইরান, চাইনিজ তাইপে, মালয়েশিয়া, হংকং ও ভারত। দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশের ভাণ্ডারে এখন পর্যন্ত কোনো পদক জমা পড়েনি।
Advertisement