বলিউড অভিনেতা শশী কাপুরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। ২১শে সেপ্টেম্বর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে গুরুতর অবস্থায় মুম্বাই`র কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ৭৬ বছর বয়সী এই দাপুটে অভিনেতাকে। শশী কাপুর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট রোগে ভুগছেন। তবে চিকিৎসা দেয়ার পর তার অবস্থার উন্নতি হয়েছে। এমনটাই জানিয়েছেন তার চিকিৎসক। তবে তাকে আরও কয়েকদিন হাসপাতালে আইসিইউতে রাখা হতে পারে। ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান এই অভিনেতা কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন । শশী কাপুর প্রায় ১২০টি বলিউড ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত অনেক ছবি হিট-সুপারহিট হয়। ’৬০ ও ’৭০ দশকে বলিউডের অন্যতম সেরা অভিনেতাও ধরা হয়ে থাকে তাকে। অভিনয়ে অসাধারণ অবদান রাখার জন্য ২০১১ সালে তাকে পদ্মভূষণ সম্মাননা দেয় হয়। বলিউডের কাপুর বংশের জনপ্রিয় এই তারকা হলেন ভারতের বিশিষ্ট অভিনেতা পৃথ্বিরাজ কাপুরের দ্বিতীয় পুত্র। তার ছোট ভাই রাজ কাপুর ও শাম্মী কাপুর। শশী কাপুর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘ওয়াক্ত’, ‘কাভি কাভি’, আওয়ারা, ‘আ গালে লাগ জা’, ‘রোটি কাপড়া অউর মাকান’, ‘হিরালাল পান্নালাল’, ‘দিওয়ার’ প্রভৃতি।
Advertisement