দেশজুড়ে

যশোরে ১৫শ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা

যশোরে বিনামূল্যে হতদরিদ্র ১৫শ’ রোগীকে চক্ষু চিকিৎসা ও ২শ’ রোগীর ছানি অপারেশন করেছে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি নামে একটি দাতব্য সংস্থা। বুধবার সকালে ঝিকরগাছা উপজেলার কুয়েত ইসলামী ইয়াতিম কমপ্লেক্স প্রাঙ্গনে এ চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়। কাতারের তাবাররু মাজমুয়াতু মিন আহলিল খায়রি ও আব্দুল্লাহ ইবনে আহমদ আল ওবায়দালি দাতা সংস্থার অর্থয়ানে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশের মহাপরিচালক অধ্যাপক ড. গাজী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দাতা সংস্থার বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ ইবনে আহমদ আল ওবায়দালি, আব্দুল্লাহ আল বু আইনাইন, আব্দুল্লাহ হামাদ নাসের, আব্দুল্লাহ আল ওবায়দালী, নাসের হামাদ আল খালিদী ও কুয়েত ইসলামী ইয়াতিম কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা নাসিরুল্লাহ উপস্থিত ছিলেন। মিলন রহমান/এসএস/পিআর

Advertisement