জাতীয়

এয়ার এশিয়ায় ১০ শতাংশ ছাড়

ব্যবসায়ী, শ্রমজীবী, ছাত্র, পারিবারিক ভ্রমণের জন্য এয়ার এশিয়ার বনানী, উত্তরা, মতিঝিল ও ধানমণ্ডি কাউন্টার থেকে সরাসরি টিকিট কিনলে ১০ শতাংশ কমিশন ঘোষণা করছে প্রতিষ্ঠানটি। এয়ার এশিয়া থেকে গণামাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ জুলাই থেকে এয়ার এশিয়া প্রতিদিন ঢাকা-কুয়ালালামপুরসহ পৃথিবীর ১২৯টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে। উদ্বোধনী ফ্লাইটের জন্য ঢাকা-কুয়ালালামপুর ট্যাক্সসহ রিটার্ন টিকেটের মূল্য ধরা হয়েছে ২৬ হাজার ৫০০ টাকা। এ সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি যাত্রীদের জন্য ৩০ কেজি ব্যাগেজ সুবিধা, মানসম্মত খাবার, নতুন এয়ারক্রাফট, উন্নত যাত্রীসেবা, মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে সহজে টিকিট বুকিং দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।বাংলাদেশে এয়ার এশিয়ার জিএসএ টোটাল এয়ার সার্ভিসেসের পরিচালক মোর্শেদুল আলম চাকলাদার বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের বিশাল শ্রমবাজার রয়েছে। কিন্তু বিমান ভাড়া বেশি হওয়ায় শ্রমিকরা ইচ্ছে থাকলেও প্রতিবছর দেশে আসতে পারেন না। আমাদের সাশ্রয়ী ভাড়ার কারণে তারা এ সুযোগ গ্রহণ করতে পারবেন।এসকেডি/পিআর

Advertisement