একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে অভিযোগের প্রমাণস্বরূপ ১৯৭১ সালের ২৯শে সেপ্টেম্বর ‘দৈনিক পাকিস্তান` পত্রিকার একটি কপি আদালতে জমা দিয়েছেন রাষ্ট্রপক্ষ। বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলা একাডেমি থেকে সংগৃহিত কপিটি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চে জমা দেন। পরে আদালত পত্রিকার কপিটি সত্যায়িত করে জমা দেয়ার নির্দেশ দেন।এর আগে আদালতে আজকের কার্যতালিকায় প্রথমে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা থাকলেও পত্রিকার কপিটি সত্যায়িত করার জন্য মামলার তারিখ পরিবর্তন করেন।জানা যায়, ১৯৭১ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকায় সালাউদ্দিন কাদের চৌধুরীসহ তার সঙ্গীদের ওপর মুক্তিযোদ্ধাদের একটি দল আক্রমণ চালিয়েছিল। ওই আক্রমণে সাকা চৌধুরী আহত হয়। ১৯৭১ সালের বিভিন্ন ঘটনায় সাকা চৌধুরী জড়িত ছিল মর্মে ৬টি মামলা হয়েছিল। ১৯৭১ সালে সাকা দেশে ছিলেন না মর্মে যে দাবি করেন তাও সঠিক নয়। এই পত্রিকায় ২৯ সেপ্টম্বর ৭১ সালে প্রকাশিত সংবাদই তার প্রমাণ। প্রসঙ্গত, সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা ২৩টি অভিযোগের মধ্যে নয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ১৪টি অভিযোগ প্রমাণিত হয়নি। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৭ ও ১৮ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। ৩ (নূতন চন্দ্র সিংহ হত্যা), ৫ (সুলতানপুর বণিকপাড়া গণহত্যা), ৬ (ঊনসত্তরপাড়া গণহত্যা) ও ৮ (আওয়ামী লীগের নেতা শেখ মোজাফফর আহমেদকে অপহরণের পর হত্যা) নম্বর অভিযোগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত।এফএইচ/এসকেডি/এআরএস/এমএস
Advertisement