বিনোদন

অভিনয়ের বিরতিতে সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত আমেরিকায় ছিলেন। ওই ক’মাস সাবিলা পুরোপুরি ব্যক্তিগত কারণে আড়ালে ছিলেন। এরপর দেশে ফিরে আগস্টের শেষের দিক থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত টানা কাজ করেছেন। সেজন্য লেখাপড়ায় ঠিকমতো সময় দিতে পারেননি তিনি।

Advertisement

আগে সাবিলা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলেও পরে নতুন করে ভর্তি হয়েছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি ইংরেজি সাহিত্যে পড়ছেন। আগামীকাল (১০ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে সাবিলার সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। সেজন্য এই তারকা মনোযোগ দিয়েছেন লেখাপড়ায়।

শুটিং, লাইট, ক্যামেরার ঝলকানি বাদ দিয়ে সাবিলা দিনরাত মুখ গুজে বসে থাকছেন বই, লেকচার শিটের পাতায়। জাগো নিউজকে সাবিলা বলেন, ‘পরীক্ষার জন্য আপাতত অন্য কোনো কাজ করছি না। এই পুরো সময় পড়াশোনা করব। পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সবার আগে পড়াশোনাকে গুরুত্ব দেই। কারণ এর ভাগ কেউ নিতে পারে না।’

বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া কাজ শুরু করেন সাবিলা। এরপর ২০১৪ সালে ‘ইউটার্ন’ নামের একটি নাটকের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। বর্তমানে খণ্ড নাটকের পাশাপাশি সাবিলা একাধিক ধারাবাহিক নাটকে কাজ করছেন। এর মধ্যে রয়েছে ল্যাম্প পোস্ট, ক্যান্ডি ক্রাশ, বেসিক আলী, ব্যাচেলর পয়েন্ট ইত্যাদি।

Advertisement

এনই/এমএস