জাতীয়

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামাচ্ছে শীত

‘সকাল বেলায় শিশির ভেজা/ঘাসের ওপর চলতে গিয়ে/ হাল্কা মধুর শীতের ছোঁয়ায়/শরীর ওঠে শিরশিরিয়ে’। সুফিয়া কামালের কবিতার এ পঙ্ক্তির বাস্তব রূপ দেখা যায় আজ সকালে রাজধানীতে। নগরবাসীর ঘুম ভাঙার আগে শনিবার ভোর থেকে বৃষ্টি নামে ঢাকায়। একদিকে শীতের হিমেল হাওয়া, অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজতে হয় নগরবাসীকে।

Advertisement

কয়েকদিন ধরে রাতে শিশির, ভোরে কুয়াশা। শীতটা টের পাওয়া যাচ্ছে একটু একটু করে। তবে আজকের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নগরবাসীকে যেন স্পষ্ট করে জানিয়ে দিলো, শীতের হলো শুরু। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিই শীতকে পথ দেখাবে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, গতকাল দুপুর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি নামতে শুরু করে। তবে আজ শনিবার ভোর থেকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা যায়। এ পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মংলায় ৩৪ মিলিমিটার। আগামীকাল রোববার পর্যন্ত বৃষ্টি থাকবে। উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

আজ সকালের বৃষ্টিতে ঢাকা শহর রীতিমতো বর্ষার চেহারা পেয়েছে। ছাতা হাতে বের হচ্ছেন নগরবাসী। বিপাকে পড়তে হয় অফিসগামী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের। ছিন্নমূল পথশিশু ও মানুষদের ভোগান্তিও বেড়েছে কয়েকগুন। তাদের ভাসমান আবাসস্থল ভিজে গেছে বৃষ্টিতে, সেই সঙ্গে হিমেল হাওয়া কাঁপুনি দিয়ে যাচ্ছে তাদের।

Advertisement

গন্তব্যস্থলের উদ্দেশে বেরিয়ে বৃষ্টি থেকে বাঁচতে কেউবা কোনো মার্কেট, দোকানের নিচে দাঁড়িয়ে অস্বস্তিকর অপেক্ষা নিয়ে দাঁড়িয়েছিলেন কখন বৃষ্টি থামবে। সকাল ৭টার দিকে খামারবাড়ি মোড়ে বৃষ্টি থামার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন কয়েকজন। সেখানে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, কুয়াশার সকালে এমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজলে জ্বর আসতে পারে, তাই দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি থামবে। আমাদের মতো বেসরকারি চাকরিজীবীদের জন্য সকালের এমন বৃষ্টি দুর্ভোগের।

এআরএস/এমএস