খেলাধুলা

ফিক্সিংয়ের অভিযোগে সামিকে জিজ্ঞাসাবাদ

পাকিস্তান সুপার লিগের শেষ আসরে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হন শারজেল খান ও খালিদ লতিফসহ দেশটির বেশ কয়েকজন ক্রিকেটার। এবার ওই মৌসুমে ফিক্সিংয়ের অভিযোগে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ সামিকে জিজ্ঞাসাবাদ করে পিসিবির দুর্নীতি দমন কমটি।

Advertisement

সালমান নাসের নামে পিসিবি এক কর্মকর্তা বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত চলছে। সেই তদন্তের অংশ হিসেবে সামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনই কোনও ধরণের আইনি নোটিশ বা চার্জশিট দাখিল করা হচ্ছে না। কিছু তথ্য দরকার ছিল। এজন্যই মূলত তাকে তলব করা হয়েছিল।’

পিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও সামির বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুবাইয়ের টি-টেন ক্রিকেট লিগে খেলার জন্য ছাড়পত্রও দেওয়া হয়েছে তাকে।

এদিকে পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, পিএসএলে সামির বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ পাওয়ায় শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করে পিসিবির দুর্নীতি দমন কমটি। তবে ডানহাতি এই পেসার কোন ম্যাচে বা কিভাবে ফিক্সিং করেছেন পিসিবির পক্ষ থেকে সেটা এখন পর্যন্ত ব্যাখ্যা করেনি পিসিবি।

Advertisement

এমআর/এমএস