জাতীয়

পরিকল্পনা অনুযায়ী না খেলাই পরাজয়ের কারণ : মাশরাফি

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে আশার কথা শুনিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। ভুল শুধরে পরের ম্যাচ ভালো খেলার প্রত্যয় জানিয়েছিলেন। কিন্তু কার্যত কাজের কাজ কিছুই হয়নি। সেই একই পথে হেঁটেছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩১ রানে পরাজিত বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারাকে পরাজয়ের মূল কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। ব্যাটিংয়ের শুরুটা বাংলাদেশ ভালোভাবেই করেছিল। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ৪৬ রানের জুটি গড়ে আশা জাগিয়েছিলেন। কিন্তু পরের ব্যাটসম্যানরা কেউ পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি। একের পর এক ভুল শট খেলে আউট হয়েছেন জানিয়ে মাশরাফি বলেন, ‘ব্যাটিংয়ে আমরা যেভাবে শুরু করতে চেয়েছি ঠিক সেভাবেই শুরু হয়েছে। কিন্তু আবারো আমরা জুটি গড়তে ব্যর্থ হয়েছি। সব মিলিয়ে আমাদের ব্যাটসম্যানরা শট নির্বাচনের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ছিল। এটাই মনে হয় আমাদের হারের কারণ।’প্রথম ম্যাচের মতো এবারো ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে গিয়ে নিজেকে মানিয়ে নিতে ব্যর্থ হন। সময় নিয়ে খেলে আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ধরাশায়ী হন প্রোটিয়া স্পিনে। মাশরাফির মতে একটু ধীরে খেলে যদি শেষ ৫ ওভারে ৬০ এর মতো রান থাকতো সেক্ষেত্রে দলের জয়ের একটা সুযোগ ছিল। কিন্তু একসঙ্গে অনেকগুলো উইকেট হারিয়ে ফেলায় তা আর সম্ভব হয়নি। এমনটাই জানিয়ে মাশরফি বলেন, ‘আমি মনে করি আজকে খুব ভালো শুরু হয়েছে। আরো একটু বেশি সময় নিয়ে ব্যাটিং করে কিছু উইকেট রেখে শেষ ৫ ওভারে যেতাম তাহলে ভালো হতো। সেখানে ৬০ রান দরকার হলেও একটা অপশন থাকতো। উইকেট পড়ে যাওয়াতে এই সমস্যা হয়েছে।’মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ১০ ও ১২ জুলাই ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এবং ১৫ জুলাই শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী।আরটি/বিএ/এমআরআই

Advertisement