জাতীয়

আইজিপির বিরুদ্ধে বিএনপির বক্তব্য ভুল

বিএনপির সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকের বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়ায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স। মঙ্গলবার পুলিশ হেড কোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকের বক্তব্যের প্রেক্ষিতে ড. আসাদুজ্জামান রিপন যে বক্তব্য দিয়েছেন তা আইজিপির বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এর আগে ৪ জুলাই এক ইফতার মাহফিলে খালেদা জিয়া বলেন, পুলিশ বিএনপির আন্দোলনে পেট্রলবোমা ছুড়েছে। না হলে সরকার বিরোধী আন্দোলন অব্যাহত থাকতো। ঘটনার পরদিন এক সংবাদ সম্মেলনে পুলিশের আইজি বলেন, কারা পেট্রলবোমা মেরেছে, কারা মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে তা জনগণ জানে। দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ব্যক্তির কাছে আমরা দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করি।এরপর ৬ জুলাই রোববার এক সংবাদ সম্মেলনে ‘খালেদার বিরুদ্ধে আইজিপির বক্তব্য অযৌক্তিক, অনভিপ্রেত এবং অনাকাক্সিখত’ বলে উল্লেখ করেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। রিপনের ওই বক্তব্যের প্রতিবাদে পুলিশ জানায়, সংবাদ সম্মেলনে আইজিপি কোন ব্যক্তির নাম, রাজনৈতিক দল বা কারো পদবী উল্লেখ করেননি। তিনি শুধুমাত্র পুলিশের বিরুদ্ধে বোমাবাজি বা বাসে আগুন দেয়ার মিথ্যা অভিযোগের কথা বলেছেন। অথচ ড. আসাদুজ্জামান রিপন একজন রাজনৈতিক নেত্রীর নাম জড়িয়ে সংবাদ সম্মেলনে দেয়া আইজিপির ভুল বক্তব্য উপস্থাপন করেন। বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ সম্পর্কে এ ধরণের অসত্য অভিযোগ না আনার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন পুলিশ হেডকোয়ার্টার্স।এআর/আরএস/এমআরআই

Advertisement