নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে মুড়ি কারখানাসহ তিন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ফতুল্লার রেলস্টেশন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম পাটোয়ারীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকি জাগো নিউজকে জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্দেগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজালবিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরো জানান, অভিযানে ফতুল্লা রেলস্টেশন এলাকায় অবস্থিত নোংরা পরিবেশে অস্বাস্থ্য পরিবেশে দিলীপ বাবু’র মালিকাধীন খাজা বাবা মুড়ি ও একটি চিড়া কারখানাকে ৩৫ হাজার টাকা এবং একই এলাকার নিউ মদিনা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।মো.শাহাদাৎ হোসেন/এসএস/আরআই
Advertisement