আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। স্থানীয় সময় শুক্রবার সকালে দোলাখা জেলায় মধ্যম মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। খবর দ্য ট্রিবিউনের।

Advertisement

জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র বলছে, স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জিরির কাছাকাছি দোলাখা এলাকা। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা প্রায় ১০ কিলোমিটার। রাজধানী কাঠমুন্ডুতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পরপরই আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে। প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

এর আগে ২০১৫ সালে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়। আহত হয় আরও ২২ হাজার মানুষ।

এদিকে, বুধবার রাতে ভারতের দিল্লিতে মাঝারি আকারের একটি ভূমিকম্প আঘাত হানে। দিল্লি ছাড়াও উত্তরাখণ্ড, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বেশ কয়েকটি অঞ্চল তীব্র কম্পনে কেঁপে ওচে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

টিটিএন/পিআর

Advertisement