জাতীয়

মালয়েশিয়ায় শ্রমিক প্রতারণা বন্ধে শিগগিরই পদক্ষেপ

মালয়েশিয়ায় প্রতারিত বাংলাদেশি শ্রমিক প্রসঙ্গে সে দেশের হাইকমিশনার নরলিন ওথম্যান বলেছেন, মালয়েশিয়ায় অনেক দেশের শ্রমিক কাজ করে। শুধুমাত্র বাংলাদেশ থেকে জি টু জি পদ্ধতিতে শ্রমিক নেওয়া হয়। এই পদ্ধতিতে শ্রমিকেরা প্রতারিত হয় না। তবে এর বাইরে বিভিন্ন প্রলোভনে পড়ে যারা যায় তারাই প্রতারিত হয়। এটা বন্ধে আমরা শিগগিরই পদক্ষেপ নিচ্ছি।সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।মালয়েশিয়ার হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশই মুসলিম দেশ। অভিন্ন নীতিতে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদস্য। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন সময়ে উভয় দেশের মন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হাইকমিশনের সচিব আহমেদ ফিকরি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, সহ-সভাপতি কাজী রওনক হোসেন, যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

Advertisement