জাতীয়

স্বাস্থ্য সেক্টরে অধ্যক্ষ পরিচালকসহ বিভিন্ন পদে রদবদল

সরকারি মেডিকেল কলেজসহ স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরিচালক ও অধ্যাপকসহ বিভিন্ন পদে রদবদল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল-১ শাখার উপ-সচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক আদেশে রাজধানীর দুটি সরকারি মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়।ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. বিল্লাল আলমকে স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুর রশীদকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে সংযুক্তি দেয়া হয়েছে।সম্প্রতি সাময়িক বরখাস্তকৃত ও স্বাস্থ্য অধিদফতরে ওএসডিকৃত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের  সাবেক পরিচালক ডা. মো. মুজিবুর রহমানকে একই মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে অধ্যাপক পদে নিয়োগ দেয়া হয়েছে।মঙ্গলবার পৃথক এক আদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেজ অ্যান্ড ইউরোলজির ট্রান্সপ্ল্যান্ট কো-অর্ডিনেটর ডা. স্বপন কুমার মন্ডলকে ফরিদপুর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ দেয়া হয়েছে।এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওএসডি ইর্মাজেন্সি মেডিকেল অফিসার ডা. শাফেয়া খানমকে ফরিদপুর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারি অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ দেয়া হয়েছে।২ জুলাই স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. মো. আবুল হাশিমকে ওএসডি করে পরিচালক (চলতি দায়িত্ব) ও এসেন্সিয়াল সার্ভিস ডেলিভারি (ইএসডি) এর লাইন ডিরেক্টর নিয়োগ দেয়া হয়।এসেন্সিয়াল সার্ভিস ডেলিভারি (ইএসডি) এর লাইন ডিরেক্টর ডা. মো. আবু ইউসুফকে মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়।এছাড়া গত ১ জুলাই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেসপিরিটরি মেডিসিন বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. উত্তম কুমার বড়ূয়াকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়।একই দিন স্বাস্থ্য অধিদফতরের ওএসডি কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমানকে প্ল্যানিং ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড কো-অর্ডিনেশন (পিএলএমসি) ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার পদে নিয়োগ দেয়া হয়।## বছরে ১১ লক্ষাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেলেএমইউ/আরএস/আরআই

Advertisement