দেওয়ান মুজিবুর রহমানকে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংকের দেয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, তাকে অপসারণের আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে আদালত রুল জারি করেছেন।
Advertisement
বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সরকারের সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হামিদা চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এর আগে গত ৫ ডিসেম্বর ঋণ বিতরণে অনিয়ম, অন্যান্য কার্যক্রমে জালিয়াতি ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ প্রমাণিত হওয়ায় এনআরবিসিবির এমডি দেওয়ান মুজিবুরকে তার পদ থেকে অপসারণের আদেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দেওয়ান মুজিবুর রহমানের পক্ষে রিটটি করেছেন অ্যাডভোকেট হামিদা চৌধুরী। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিলেন।
Advertisement
এফএইচ/জেডএ/আইআই