গোপালগঞ্জে দুর্বৃত্তের রাম দায়ের কোপে শুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপক কুমার পাল আহত হয়েছেন। মঙ্গলবার সকালে স্কুলের মধ্যে তাকে কুপিয়ে আহত করা হয়। আহত ওই সহকারী প্রধান শিক্ষককে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, ওই বিদ্যালয়ে এ বছর অঙ্ক ও ইংরেজি বিষয়ে পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফল করতে পারেননি। ফলে রামজান মাসে ৮ম ও ১০ শ্রেণির শিক্ষার্থীদের ওই বিষয়ে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকালে সহকারী প্রধান শিক্ষক দীপক কুমার পাল বিদ্যালয়ের কক্ষে কোচিং ক্লাস নিতে থাকা অবস্থায় সুমন খলিফা নামের এক বহিরাগত দুর্বৃত্ত অতর্কিত তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, ঘটনার সময় আমি স্কুলে ছিলাম না। ঘটনাটি আমি পরে শুনেছি। এ ধরনের ঘটনা দুঃখজনক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আমরা পদক্ষেপ নেবো। ওই শিক্ষকের সঙ্গে সুমন খলিফার পূর্ব শত্রুতা ছিল কিনা আমার জানা নেই। গোপালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জাগো নিউজকে বলেন, একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষকের উপর হামলার কারণ জানা যায়নি। সুমন খলিফা পালাতক রয়েছেন। এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমআরআই
Advertisement