পঞ্চগড়ে নারীর ক্ষমতায়নে বিভিন্ন ষ্টেক হোল্ডারদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আরডিআরএস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আয়োজন করে আরডিআরএসের নারী অধিকার ইউনিট।সভায় নারীর ক্ষমতায়নে ষ্টেক হোল্ডারদের বিভিন্ন ভুমিকা নিয়ে আলোচনা হয়। আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়ের কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) মোছাঃ হাসিনা পারভীনের সভাপতিত্বে সভায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শাহীন, সাবেক সাংসদ অ্যাডভোকেট রীনা পারভীন, উর্ধ্বতন নারী অধিকার কর্মকর্তা সেলিনা আখতার প্রমুখ বক্তৃতা করেন।পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দিকা প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। এছাড়া সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী সংগঠক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Advertisement