ইসরায়েলের বিরুদ্ধে নতুনভাবে ইন্তিফাদা বা অভ্যুত্থানের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর হামাসের পক্ষ থেকে এ ধরনের ঘোষণা আসলো।
Advertisement
হামাসের একজন নেতা ইসমাইল হানিয়েহ গাজায় দেয়া ভাষণে জানান, ইহুদি শত্রুর মোকাবিলার জন্য আমাদের ইন্তিফাদা ঘোষণা করা এবং সে অনুযায়ী কাজ করা উচিত।
প্রসঙ্গত, পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প। ইসরায়েলে এখন পর্যন্ত কোনো দেশের দূতাবাস না থাকলেও তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
ট্রাম্পের এ ধরনের ঘোষণায় বিশ্বনেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পরম বন্ধু সৌদি আরব থেকে শুরু করে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসও নিন্দা জানিয়েছেন। এমনকি জাতিসংঘসহ ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের সমালোচনা করেছে।
Advertisement
সূত্র : রয়টার্স
কেএ/আইআই