দ.আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দিয়েছে তামিম ইকবাল ও সৌম্য সরকার। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে টাইগাররা। প্রথম টি২০ ম্যাচে অতিরিক্ত আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তাই এই ম্যাচে দেখে শুনে খেলছে টাইগাররা।
Advertisement
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান। তামিম ১২ এবং সৌম্য ২৭ রানে ব্যাট করছেন।এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। খেলার শুরু থেকে মারমুখী মেজাজে খেলতে থাকেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এবং কুইন্টন ডি কক। প্রথম উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান ৯৫ রান করেন। শেষ দিকে ডেভিড মিলারের দায়িত্বশীল ব্যাটিংয়ে দেড়শত রান পার করে সফরকারীরা।বাংলাদেশ দলের পক্ষে প্রথম সাফল্য এনে দেন আরাফাত সানি। কককে মিডঅনে সাব্বির রহমানের হাতে ক্যাচে পরিনত করে ভয়ংকর হয়ে ওঠা এই জুটি ভাঙ্গেন তিনি। তবে আউট হবার আগে নিজের কাজটি করে যান এই প্রোটিয়া ওপেনার। ৩১ বলে চারটি চারে এবং দুটি ছক্কায় ৪৪ রান করেন এই ব্যাটসম্যান। এরপর বাংলাদেশ দলের পক্ষে জোড়া আঘাত হানেন নাসির হোসেন। পরপর দুই বলে দুটি উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভবনা জাগিয়েছিলেন এই অলরাউন্ডার। জেপি ডুমিনি (৬) তার বল সুইপ করতে গেলে কানায় লেগে শুন্যে উঠে যায়। সে বলে তালুবন্দি করতে কোনো সমস্যায় হয়নি সাকিব আল হাসানের। নাসিরের পরের বল ঠিক ভাবে খেলতে পারেননি এবি ডি ভিলিয়ার্স। কানায় লেগে কিপার মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই বিধ্বংসী ব্যাটসম্যান। ৩৪ বলে ছয়টি চার মেরে ৪০ রান করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।১৮তম ওভারে বাংলাদেশের নতুন পোস্টার বয় মুস্তাফিজুর রহমান ফেরান আগের ম্যাচে অর্ধশত করা অধিনায়ক ডু প্লেসিসকে (১৬)। ব্যাটে লেগে শুন্যে উঠে গেলে সেই বল সহজেই তালুবন্দি করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। শেষদিকে রিলে রুশোকে নিয়ে ইনিংসের বাকি কাজ করেন ডেভিড মিলার। মিলার দুইটি চার এবং একটি ছক্কায় করেন ৩০ রান। রুশো করেন ১৬ রান। বাংলাদেশের পক্ষে নাসির ২৬ রানে দুইটি উইকেট পান। এছাড়া সানি এবং মুস্তাফিজুর একটি করে উইকেট নেন।আরটি/এমআর/পিআর