বিনোদন

ডিসেম্বর জুড়ে সিনেমা হলে ‘চল পালাই’

‘‘আমি জানি আমার ‘চল পালাই’ ছবিটি দর্শকরা গ্রহণ করবেন। কী কারণে গ্রহণ করবেন, কী আছে ছবিতে, সেটা হলে গিয়ে দেখলেই দর্শক বুঝতে পারবেন। সেজন্য আমি দৃঢ়তার সঙ্গে বলছি, সিনেমা হলে ডিসেম্বর জুড়ে চলবে ‘চল পালাই’।’’

Advertisement

শুক্রবার (৮ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে ‘চল পালাই’ ছবিটি। পরিচালক দেবাশীষ বিশ্বাস ‘চল পালাই’ ছবির মুক্তি নিয়ে কথাগুলো বলছিলেন। জাগো নিউজকে তিনি বলেন, ‘প্রথম সপ্তাহের পর দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে হল বুকিং দিয়েছি। এখন চতুর্থ সপ্তাহের বুকিং চলছে। তার মানেই তো সারা চলবে ‘চল পালাই’।’

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘প্রথম সপ্তাহে ৬০টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। চাইলে আরো বেশি দিতে পারতাম, কিন্তু দেইনি। কারণ আমার ছবিটিট ভালো চলবে। মজার ব্যাপার হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে বেশি রেন্টাল পাবো। শুধু শুধু এখন হল বেশি দিয়ে কেন কম পয়সা নেবো? বাংলাদেশ নয়, মালয়েশিয়াতেও ‘চল পালাই’ মুক্তির প্রক্রিয়া চলছে।’

‘চল পালাই’ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস, পরিবেশনা করবে গীতি চিত্রকথা। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা দেবশীষ নিজেই। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ খ্যাত এই পরিচালকের ভাষ্য, ‘চল পালাই’ ছবির আরেক ট্যাগ লাইন হচ্ছে, ‘ক্ষুদ্র অর্থায়নে বৃহৎ চেষ্টা’।

Advertisement

‘চল পালাই’ ছবিতে অভিনয় করেছেন শিপন মিত্র, শাহ রিয়াজ, তমা মির্জা প্রমুখ। রোমান্টিক অ্যাকশন এবং থ্রিলার ধর্মী এই ছবির টাইটেল স্পন্সর ‘আরএফএল অরনেট সিরিজ’ এবং কুলিং পার্টনার ‘আইস এইজ পার্লার’।

এনই/এইচএন/আরআইপি