ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। এ সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন নিষেধাজ্ঞায় থাকা দুই খেলোয়াড় বেন স্টোকস ও অ্যালেক্স হেলস।
Advertisement
ব্রিস্টলে মারামারির ঘটনায় জড়িত থাকার দায়ে দেশের হয়ে খেলায় নিষেধাজ্ঞা পড়ে বেন স্টোকস ও ওপেনার অ্যালেক্স হেলসের উপর। ফলে ছিটকে যান অ্যাশেজ স্কোয়াড থেকে। তবে নাইট ক্লাবের ওই কাণ্ডে হেলসের বিরুদ্ধে পুলিশ কোনো অভিযোগ না আনায় ইংল্যান্ড দলে ফিরতে কোন সমস্যা নেই।
এদিকে গত সপ্তাহে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে পেশাদারী ম্যাচ খেলতে অনুমতি দেয়। তিনি ইংল্যান্ড ছেড়ে জন্মভূমি নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের দল ক্যান্টাবুরিতে নাম লেখান। তবে জাতীয় দলের হয়ে স্টোকসকে খেলতে হলে পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হবে।
এদিকে স্টোকসের দলে থাকা নিয়ে ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আমরা যতদূর খবর পেয়েছি, হেলসের ন্যায় স্টোকসের বিরুদ্ধেও কোন অভিযোগ আনা হচ্ছে না। তাই তাকে দলে রাখা হয়েছে। তবে সে খেলতে পারবে কি না, এটা জানার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।’
Advertisement
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলে বাজে এক ঘটনায় জড়িয়ে পড়েন স্টোকস। নাইটক্লাবের বাইরে মদ্যপ অবস্থায় একজনকে অন্তত ১৫টি ঘুশি মারেন তিনি। এ ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে অভিযুক্ত স্টোকসকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয় তদন্তের স্বার্থে আবারও ডাকা হবে। এমন ঘটনায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় ইংল্যান্ড শিবিরে। তাকে বাদ দেওয়া হয় অ্যাশেজের ইংলিশ দল থেকে।
ইংলিশ দলঃ ইয়ন মরগান, মঈন আলি, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারেন, অ্যালেক্স হেলস, লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
এমআর/পিআর
Advertisement