ভাই শন মার্শের সঙ্গে আবারও মাঠ কাঁপানোর অপেক্ষায় মিচেল মার্শ। আগামী সপ্তাহে পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। তাকে জায়গা করে দিতে বাদ পড়ছেন পেসার চ্যাড সায়ের্স।
Advertisement
২১ টেস্টের ক্যারিয়ারে মিচেল মার্শ সর্বশেষ টেস্টটি খেলেছিলেন চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে। এরপর কাঁধের চোটে ছিটকে পড়েন তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচারের নিচেও যেতে হয়েছে এই অলরাউন্ডারকে।
অবশেষে সব বাধা কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার । পার্থে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড আর প্যাট কামিন্সের সঙ্গে চতুর্থ পেসার অপশন হিসেবে জায়গা পাচ্ছেন মিচেল মার্শ। বোলিংয়ের সঙ্গে তার ব্যাটিংটাকেও প্লাস পয়েন্ট হিসেবে দেখছে অজিরা।
অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের দল : ডেভিড ওয়ার্নার, ক্যামেরুন বেনক্রফট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), জ্যাকসন বার্ড, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, টিম পেইন এবং মিচেল স্টার্ক।
Advertisement
এমএমআর/এমএস