অর্থনীতি

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির আবেদন

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ লক্ষ্যে এফবিসিসিআই ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের নিকট সুপারিশ প্রেরণ করেছে।আয়কর প্রদানে করদাতাদের অধিকতর আগ্রহী করে তোলার জন্য সফলভাবে আয়কর দিবস উদযাপন এবং দেশব্যাপী আয়কর মেলা আয়োজন করায় এফবিসিসিআই জাতীয় রাজস্ব বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। এ ধরনের উদ্যোগ আয়কর খাতে সরকারের রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে বলে এফবিসিসিআই মনে করে। চলতি বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে।তবে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা এবং দূর্গা পুজা উৎসবের কারণে ব্যবসায়ী করদাতাসহ সকল শ্রেণীর আয়কর দাতাদের পক্ষে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর পরিশোধ করা সম্ভব হবে না।এ পরিস্থিতিতে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করার জন্য এফবিসিসিআই অনুরোধ জানাচ্ছে।আয়কর খাতে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে সরকারের আন্তরিক প্রচেষ্টার জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ধন্যবাদ জানাচ্ছে। সেসাথে সুষ্ঠুভাবে আয়কর আদায়ের মাধ্যমে রাজস্ব আহরণের প্রক্রিয়ায় জাতীয় রাজস্ব বোর্ডকে দেয়া এফবিসিসিআই’র সমর্থন ও সহযোগিতা আগামীতে অব্যাহত থাকবে।

Advertisement