খেলাধুলা

৫ খেলোয়াড় রাখতে পারবে আইপিএলের দলগুলো

২০১৮ সালে বসছে আইপিএলের অষ্টম আসর। এই আসর থেকে নিলামে কোনো দল যাতে তিনজনের বেশি খেলোয়াড় ধরে রাখতে না পারে, সে প্রস্তাবনা আনা হয়েছিল। তবে আলাপ আলোচনার পর অবশেষে পাঁচজন খেলোয়াড় ধরে রাখার অনুমোদন দেয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার দিল্লিতে আইপিএলের গর্ভনিং কাউন্সিল আর সুপ্রিম কোর্টের নিয়োগপ্রাপ্ত প্রশাসন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দলের জন্য সর্বোচ্চ খরচের অংকটা ৮০ কোটি রুপি করা হয়েছে।

ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে ভিন্নমত ছিল দলের টাকা খরচের অংক নিয়ে। কয়েকটি ধনী ফ্রাঞ্চাইজি চাইছিল দলের জন্য সর্বোচ্চ খরচের অংকটা ৮০ কোটি রুপি হোক, কয়েকটি ফ্রাঞ্চাইজি আবার এটা চাইছিল ৭৫ কোটি রুপি । শেষপর্যন্ত প্রথম দলের দাবি পূরণ হলো।

খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে দলগুলো জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন ভারতীয় খেলোয়াড়, দুইজন বিদেশি এবং দুজন জাতীয় দলে না খেলা ভারতীয় খেলোয়াড় রাখতে পারবে।

Advertisement

এমএমআর/এমএস