তথ্যপ্রযুক্তি

বিমানের গোল্ড কার্ড মেম্বারশিপ পেল রোবট সোফিয়া

সামাজিক দায়বদ্ধতা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচির অংশ হিসেবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়াকে লয়্যালিটি গোল্ড মেম্বারশিপ কার্ড প্রদান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তথ্যটি নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

Advertisement

বিমানের অগ্রসরমান উদ্যোগের বিষয়ে তিনি জানান, তথ্যপ্রযুক্তির বৃহৎ মেলা ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিতে এখন বাংলাদেশে আনা হয়েছে প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার রোবট সোফিয়াকে। সোফিয়া বর্তমান ডিজিটাল ওয়ার্ল্ডের বিস্ময়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ডের প্রথম দিনেই সোফিয়ার হাতে লয়্যালিটি গোল্ড মেম্বারশিপ কার্ড তুলে দেন বিমানের মার্কেটিং অ্যান্ড সেলস শাখার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আতিকুর রহমান চিশতী।

বুধবার দেশের সবচেয়ে বড় প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর পাশেই দাঁড়িয়ে ছিল এ আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ রোবট সোফিয়া।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সরকারের মন্ত্রী-এমপিরা।

আরএম/জেডএ/জেআইএম