খেলাধুলা

এবার উইকেটকে ধুয়ে দিলেন ম্যাককালামও

শেষ কয়েক দিন ধরেই শেরে বাংলার উইকেট নিয়ে সমালোচনায় মুখর ছিলেন দেশের সিনিয়ার ক্রিকেটাররা। এবার সেই পালে হাওয়া দিলেন রংপুর রাইডার্সের বিদেশি রিক্রুট ব্র্যান্ডন ম্যাককালাম। শুধু উইকেট না আম্পায়ারিং নিয়েও সতর্ক হবার কথা বললেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।

Advertisement

আজ (বুধবার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাককালাম উইকেট নিয়ে বলতে গিয়ে উইকেটকে একবারে 'পোর' উইকেট বলে মন্তব্য করেছেন। ম্যাককুলাম উইকেট সম্পর্কে বললেন, ‘আমার মনে হয় এটা খুবই 'পোর' উইকেট ছিল। এখানে অনেক ভালো, বিশ্বমানের খেলোয়াড় আছে। দর্শকরা রোমাঞ্চকর ক্রিকেট দেখতে চায়। আমার মনে হয় না তারা আজ এ রকম কোনো ম্যাচ দেখতে পেয়েছে। আমার মনে হয় আজ যা হয়েছে তার চেয়ে ভালো উইকেটে সামনে খেলা হওয়া উচিত।’

নিজের পারফরম্যান্স খারাপের জন্যও তিনি উইকেটকে দায়ী করেন। তার মতে, ‘অবশ্যই, আমি আরও বেশি রান করতে চেয়েছিলাম। কিন্তু গত বেশ কিছু বছরে আমি অন্যরকম উইকেটে খেলতে অভ্যস্ত। এখানে তো আমি টার্ন আর বাউন্সের ব্যাপারে নিশ্চিতও হতে পারছি না। বল কখনো কখনো ওপর দিয়ে চলে যাচ্ছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, ওরা জানিয়েছে আগে পিচ বেশ ভালো ছিল। কিন্তু একজন স্ট্রোকমেকার হিসেবে এখানে খেলা অনেক কঠিন হচ্ছে। অবশ্যই, আমার পারফরম্যান্স আরও ভালো হওয়া উচিত ছিল। তবে আরেকটু ভালো উইকেট পেলে ভালো হতো। সে ক্ষেত্রে আমি হয়তো আরেকটু বেশি ধারবাহিক হতে পারতাম।’ গেইল-ম্যাককালাম ঝড় না হওয়ার জন্যও উইকেটকে দায়ী করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আরও ভালো উইকেট পেলে আরও রানের আশা করাই যায়।’

তবে ভালো উইকেট পেলে ভালো কিছু করার কথাও বলেন তিনি। তিনি বলেন, ‘হ্যাঁ, আরেকটু ভালো আর গতিময় উইকেট পেলে তো ভালো কিছু আশা করতেই পারি।’

Advertisement

এবারের বিপিএলে উইকেটের পরই আলোচনায় ছিল বাজে আম্পায়ারিং। আজকের ম্যাচেও দুইটি ভুল সিদ্ধান্তও হয়েছে। তাই ম্যাচ শেষে আম্পায়ার বাছাইয়ে সতর্ক হওয়ার পরপর্শ দেন এই কিউই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমার মনে হয় না বাইরের আম্পায়ারদের ওপর এটা নির্ভর করছে। বাংলাদেশেও বেশ ভালো আম্পায়ার আছে। সামনের বড় ম্যাচে চাপের সময় আম্পায়ারদের মানের দিকে একটু খেয়াল রাখা উচিত।’

এমএএন/এমআর/এমএস