অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন (২৬) ও আখাউড়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম (২৪)। সোমবার সন্ধ্যায় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন জয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করে বিএসএফ।১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে রাকিব ও কাইয়ূম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এসময় ওই সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। পরে বিষয়টি বিজিবি সদস্যদের জানানো হলে বিজিবির আখাউড়া কোম্পানি কমান্ডার বেলায়েত হোসেনসহ বিজিবির একটি দল মুচলেকা দিয়ে এবং আটকদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তাদেরকে ছেড়ে দেয় বিএসএফ। বর্তমানে আটকরা বিজিবির হেফজাতে রয়েছেন।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর
Advertisement